বিজয় দিবসে মহিলা শ্রমিকলীগের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে মহিলা শ্রমিকলীগ।
গত (১৬ ডিসেম্বর) সকাল ৮.৩০ মিনিটে সাভার স্মৃতিসৌধে, সকাল ৯.৩০মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহিলা শ্রমিকলীগ সভাপতি সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার এর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
ওই সময় আরো উপস্থিত ছিলেন-কার্যকারি সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া(এমপি), পটুয়াখালী মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুন নেছাসহ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা শাখার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ। এদিকে এর আগে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।