করোনা আতঙ্কের মধ্যে শনিবার তিন আসনে ভোট

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই আগামীকাল শনিবার দেশে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
শূন্য ঘোষিত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সব নির্বাচনী এলাকায় করোনাভাইস সংক্রমণ রোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে।
করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে শনিবারের তিনটি উপ-নির্বাচন করায় অনড় রয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
এ নিয়ে কমিশনের যুক্তি তুলে ধরে ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘করোনাভাইরাসের কারণে ভোটার উপস্থিতি কম হবে ধরে নিয়েই আমরা শনিবারের নির্বাচন করছি। চট্টগ্রামে ভোট নিয়ে শনিবারই সিদ্ধান্ত হবে।’
নির্বাচনের পূর্ব প্রস্তুতি প্রসঙ্গে রিটার্নিং অফিসার ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাবউদ্দিন বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ভোটের। নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। নির্বাচন কর্মকর্তাদের করোনাভাইরাস সংক্রমণ এড়াতে হাত ধোয়া, মাস্ক পরার ব্যবস্থা রাখা হয়েছে।’
উল্লেখ্য, বছরের শুরুতে চীনে ভয়াবহ রূপ নেয় করোনাভাইরাস। পরে তা বিশ্বব্যাপী বিস্তৃত হতে থাকে। হাতেগোনা কয়েকটি দেশ বাদে বিশ্বের প্রায় সব দেশই এই ভাইরাসে আক্রান্ত। বিশ্বজুড়ে কয়েক লাখ আক্রান্তের মধ্যে ১০ হাজারের বেশি মারা গেছে।
গত ৮ মার্চ বাংলাদেশেও করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত ২০ জন এই রোগে আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন এক বৃদ্ধ। আরেক বৃদ্ধের অবস্থাও আশঙ্কাজনক।