করোনা টিকা তৈরিতে ভারতকে সাহায্য করবে চীন

করোনা টিকা তৈরিতে ভারতকে সাহায্য করবে চীন

করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা তৈরিতে ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

মঙ্গলবার ব্রিকস-এর ভার্চুয়াল সম্মেলনে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই জোটের সদস্য।

জি নিউজ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের করোনা টিকা তৈরিতে সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং।

তিনি বলেন, চীনা কোম্পানিগুলো ব্রাজিল এবং রুশ কোম্পানিগুলোর সঙ্গে করোনা টিকার তৃতীয় দফার ট্রায়ালের কাজ করছে। ট্রায়াল শেষ হলেই টিকার বাণিজ্যিক প্রয়োগের চিন্তা-ভাবনা রয়েছে চীনের।

তবে ‘ওয়াকিবহাল মহল’ এর মধ্যেও চীনের বাণিজ্যিক আগ্রাসনের ইঙ্গিত পাচ্ছেন বলে জি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়।

কারও নাম উল্লেখ না করে এতে বলা হয়, ভারতে টিকার বাজার ধরতেই এই সখ্যতার বার্তা বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, লাদাখ পরিস্থিতি নিয়ে দু’দেশের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ব্রিকস দেশগুলোর ভার্চুয়াল বৈঠকে ফের মুখোমুখি হন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ভারতকে টিকা তৈরিতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।


ভোরের আলো/ভিঅ/১৮/২০২০