রূপাতলীতে আবাসিক হোটেলে যুবকের লাশ উদ্ধার

রূপাতলীতে আবাসিক হোটেলে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রূপাতলী বাসস্ট্যান্ডের হোটেল স্বাধীন পার্ক থেকে লাশ উদ্ধার করা হয়। বরিশাল নগরীর রূপাতলীর একটি আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।