কাদের মির্জার ৩৮ সহযোগীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৩৮ সহযোগীর বিরুদ্ধে সোমবার রাতে মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ রহীমের করা অভিযোগটি মামলা (মামলা নং- ২৫) হিসেবে রুজু করা হয়েছে।
মামলায় বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের করালিয়ার শহীদ উল্যাহ রাসেল প্রকাশ কেচ্ছা রাসেলকে প্রধান আসামি করে আরও ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।