কুড়িল ফ্লাইওভার রক্ষার দায়িত্বে সেতু মন্ত্রণালয়

কুড়িল ফ্লাইওভার রক্ষার দায়িত্বে সেতু মন্ত্রণালয়

কুড়িল ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দায়িত্ব পেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতিনিধিরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় ফ্লাইওভারটির রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কাজ তাদের নিজস্ব তত্ত্বাবধানে অর্পণের জন্য নিজ নিজ যুক্তি উপস্থাপন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডিএনসিসি।

সকল যুক্তিতর্ক এবং আলোচনা-পর্যালোচনা শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ফ্লাইওভারটির রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের কাজে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সক্ষমতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বিবেচনায় তাদের কাছেই দেয়া উচিত বলে সিদ্ধান্ত দেন।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।