বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

‘ঘুরে দাঁড়াবো আবার সবার জন্য মানবাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশি^নী কুমার হল চত্¦রে ওই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পূস্প রানি চক্রবর্তীর সভাপতিত্বে  মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সহ-সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত, কাজী জাহাঙ্গীর হোসেন, রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী, সিরাজুল ইসলাম, শিক্ষক নেতা জহিরুল ইসলাম, কাজী ফিরোজ, প্রবীণ নারী নেত্রী খালেদা হক, জেবি আর বল্লভ, নারী নেত্রী ও বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম প্রমুখ।

এসময় এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বরিশাল নগরীর বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠন একাত্বতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।