কুয়াকাটায় মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

কুয়াকাটায় মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

 কুয়াকাটায়  মাস্ক ব্যবহার না করায় ১৬ পথচারীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় গাড়ীতে অতিরিক্তি যাত্রী পরিবহন ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ২ বাস চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১ এপ্রিল ) দুপুরে কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ জরিমানা আদায় করেন। 

এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গতকাল থেকেই প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পার করছে স্থানীয় প্রসাশনসহ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। 

 কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল  বলেন , সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নে লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে।  এসময় বিভিন্ন গন পরিবহনে যাত্রীদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

কুয়াকাটায় ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপের পর সকাল থেকেই হোটেল-মোটেল ছাড়তে শুরু করেছে পর্যটকরা।