কৃষিকাজ শেষে গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

বরগুনার তালতলীতে কৃষিকাজ শেষে গরু গিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে আব্দুল লতিফ (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ই আগষ্ট) বেলা ৩ টায় উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ কৃষক আব্দুল লতিফবাড়ীর পাশের মাঠে কৃষিকাজ করতে ছিলেন। ওই সময় হঠাৎ বজ্রবৃষ্টির শুরু হলে মাঠে বাঁধা পালিত গরু নিয়ে বাড়ীতে ফিরছিলেন। কিন্ত গরু নিয়ে তার আর বাড়ীতে ফেরা হয়নি। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই
মৃত্যুবরণ করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির মধ্যে গরু নিয়ে বাড়ী ফিরছিলেন বৃদ্ধ কৃষক আব্দুল লতিফ। এ সময় পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।