গণমাধ্যমকর্মীদের উদ্যোগের পরিধি বাড়ছে

বরিশাল নদীবন্দরে রান্না করা খাবার সরবরাহের গণমাধ্যমকর্মীদের উদ্যোগের পরিধি আরও বেড়েছে। একত্রিত হয়ে খাবার এই উদ্যোগের সঙ্গে একাত্ম হয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। লকডাউনে কর্মহীন অসহায় মানুষের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
মঙ্গলবার রাতে বরিশালের সর্বস্তরের গণামধ্যমকর্মীরা উপস্থিত থেকে নদী বন্দরের অসহায় কর্মহীন মানুষদের খাবার সরবরাহ করেন।
গতকাল উদ্যোগের অন্যতম উদ্যোক্তা শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি এসএম জাকির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ অসহায় কর্মহীনদের হাতে খাবার তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্টেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান জেষ্ঠ্য সাংবাদিক মুরাদ আহম্মেদ, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, সময় টেলিভিশনের ফিরদাউস সোহাগ, নিউজ-২৪-এর রাহাত খান, পাঠাগার সম্পাদক খান রুবেল, চ্যানেল-২৪ এর প্রাচুর্য রানা, বাংলা নিউজ-২৪ এর মুশফিক সৌরভ, নিউজ বাংলার তন্ময় তপু, ঢাকা পোস্ট-এর সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ বরিশালের গণমাধ্যমকর্মীরা।
সংক্ষিপ্ত ওই আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ বলেন, বরিশালের গণমাধ্যমকর্মীরা যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগী হয়ে পাশে থাকবো। এই উদ্যোগের সঙ্গে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাবার সরবরাহ অব্যাহত রাখার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।
গণমাধ্যম কর্মীরা আহ্বান জানাচ্ছে, তাদের দেওয়া প্রতিদিন রাতে খাবার সরবরাহ কর্মসূচির বাইরে যদি কোন ব্যক্তি-প্রতিষ্ঠান খাবার সরবরাহ করতে চান, তাহলে যেন তারা একটু আগে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। তাহলে ওইদিন আর গণমাধ্যম কর্মীরা খাবার সরবরাহ করবে না। আসুন সবাই সহযোগী হয়ে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়াই।