উজিরপুরে স্কুলের কক্ষ থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

উজিরপুরে স্কুলের কক্ষ থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাসেল মল্লিকের (৩০) মরদেহ স্কুল কক্ষ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকাল ৮টায় তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
রাসেল ওই উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুড়া গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। 

স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ঘরামী জানান, গত শনিবার রাতে বিট পুলিশিং অনুষ্ঠান শেষে প্রতিদিনের ন্যায় রাসেল তার জন্য নির্ধারিত কক্ষে চলে যায়। ওই কক্ষ থেকেই সে পাহাড়ার কাজ পরিচালনা করে। গতকাল রোববার সকালে তার কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর ওই কক্ষের সামনের দিকের জানালা দিয়ে দেখা যায় কক্ষের ভেতরে মশারী টানানো। তার মধ্যে রয়েছে রাসেল। বিষয়টি পুলিশকে অবহিত করেন তারা। পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। রাসেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা প্রধান শিক্ষকের। 

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, দরজা ভেঙ্গে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।