গেজেট বাস্তবায়নের জন্য দর্জি শ্রমিকদের বরিশালে অবস্থান কর্মসূচি

গেজেট বাস্তবায়নের জন্য দর্জি শ্রমিকদের বরিশালে অবস্থান কর্মসূচি

দর্জি শ্রমিকদের জন্য গেজেট বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবানে ওই কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত অশ্বিনী কুমার হল চত্বরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে দর্জি শ্রমিকরা।
দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক শ্রমিক নেতা তুষার সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, নারী নেত্রী পুষ্প চক্রবর্তী, কবি অপূর্ব গৌতম, শ্রমিক নেতা এস. এম জাকির হোসেন, স্বপন দত্ত, আকতার রহমান সপ্রু, প্রদীপ কুমার দাস রাহুল, নিরঞ্জন কর্মকার, গৌরাঙ্গ বাড়ৈ, মো: আল-আমিন, মো: কাওছার, সুজয় শুভ, মো: সাকিব, লিপিকা মজুমদার, আবুল হাসেম প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচি সঞ্চালনা করেন জয়দেব সাহা।

বক্তারা ২০১৮ সলের ৩১ শে জানুয়ারি দর্জি শ্রমিকদের জন্য প্রকাশিত গেজেট অবিলম্বে বাস্তবায়ন, দর্জি শ্রমিকদের নিয়োগ পত্র, সার্ভিস বুক, ৩ বছরের বকেয়া পরিশোধ করার  জোর দাবি জানান। একই সঙ্গে কথায় কথায় দর্জি শ্রমিকদের ছাঁটাই বন্ধেরও আহবান জানানো হয় কর্মসূচি থেকে। গেজেট বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেন।