গৌরনদীতে অজগর উদ্ধার

গৌরনদীতে অজগর উদ্ধার


বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রাম থেকে  আনুমানিক ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে গৌরনদী বনবিভাগের কর্মীরা।

উদ্ধারকারী বনকর্মীরা জানান, সোমবার সকালে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের ওয়াসিম শিকদারের পুকুরে হাঁস খেতে গিয়ে জালে আটকা পরে অজগরটি। পরে বনবিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, লম্বায় অজগরটি মাপা সম্ভব না হলেও এর ওজন ১২ কেজি।

বিভাগীয় বন কর্মকর্তা জিএম রফিক আহমেদ জানান, আমাদের কর্মীরা অজগরটি উদ্ধার করে খাচার মধ্যে করে স্থানীয় কার্যালয়ে নিয়ে গেছে। আর বিষয়টি খুলনায় বন্য প্রাণি সংরক্ষণ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।