গৌরনদীতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের চাপায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার দক্ষিণ পলাশপুর এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। সে হলিকেয়ার কোম্পানির প্রোডাক্ট প্রমোশন অফিসার পদে কর্মরত ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব ইসলাম জানান, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে মোটর সাইকেলযোগে গৌরনদীর দিকে যাচ্ছিলো দেলোয়ার হোসেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে পেছন থেকে তার মোটর সাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক মো. সোহাগকে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থার নেয়ার কথা বলেন সার্জেন্ট মাহবুব ইসলাম।