গৌরনদীতে পুনরায় নির্বাচন দাবি বিএনপির,ভোট বর্জন

গৌরনদীতে পুনরায় নির্বাচন দাবি বিএনপির,ভোট বর্জন

কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া এবং মেয়র পদের ব্যালট ছিনিয়ে নিয়ে ক্ষমতাসীনদের নৌকায় সিল দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে বরিশালের গৌরনদী পৌরসভার ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান।

শনিবার দুপুর আড়াইটায় পৌর শহরে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। ভোট শুরুর সাড়ে ৬ ঘন্টা পর তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গৌরনদীর মানুষ এই দিনটির জন্য দির্ঘদিন অপেক্ষায় ছিলো। ভোটারদের আশা ছিলো তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত করবেন। কিন্তু সকাল থেকে ভোটের মাঝে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্ষমতাসীনরা। তারা সকালে কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট ঢুকতে দেয়নি। ভোটারদের কাছ থেকে মেয়র পদের ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল দিয়েছে আওয়ামী লীগ নেতাকমীরা। এর প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজে হামলার শিকার হয়েছেন। উদ্বুত পরিস্থিতিতে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রহনমূলক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। 

বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান বিতর্কিত এই নির্বাচন বাতিল করে সুষ্ঠু গণতান্ত্রিক এবং ভোটারদের অংশগ্রণমূলক নির্বাচনর দাবি জানান। 
এ সময় বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।