গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বরিশালের গৌরনদীতে টেবিল ফ্যানের প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত সরদার (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বড়দুলালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রাহাত ওই উপজেলার বড়দুলালী শিশু নিকেতন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ও ওই গ্রামের আজিজুল হক সরদারের ছেলে।
ওই স্কুলের প্রধান শিক্ষক সালেহা বেগম জানান, স্কুল ছাত্র রাহাত সরদার নিজ ঘরের টেবিল ফ্যান চালু করার জন্য শুক্রবার সকাল ১০টার দিকে ফ্যানের প্লাগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।