গৌরনদীতে মাতৃত্ব ভাতা ভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

বরিশালের গৌরনদীতে ইউনিয়ন পর্যায়ে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর আওতায় মাহিলাড়া ইউনিয়নের মাতৃত্ব ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান। শেষে ভাতাভোগীদের মাঝে বই প্রদান করা হয়।