গৌরনদীতে ১০২পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-২

গৌরনদীতে ১০২পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-২

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লায় অভিযান চালিয়ে ১০২ পিচ ইয়াবাসহ মুনসুর সেপাইর  পুত্র নাসির সেপাই ও তার সহযোগী সাগর হাওলাদারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। 

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক এস.আই মোঃ খাইরুল আলমের নেতৃত্বে এ.এস.আই এস.এম আসাদুল ইসলাম, এ.এস.আই ইয়ার মাহমুদ, এ.এস.আই নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের উত্তর বিজয়পুর এলাকার মোঃ জাহাঙ্গীর আলম আকনের বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার ওপর ওৎ পেতে থাকে। এ সময় পুরিশের টের পেয়ে উত্তর বিজয়পুর গ্রামের মুনসুর সেপাইর  পুত্র নাসির সেপাই (৩৮) ও মাদক ব্যবসায়ী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নবীনগর (সুন্দরদী) গ্রামের মৃত খোকন হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৪) দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করে তাদের দেহ তল্লাসী চালিয়ে ১০২ পিচ ইয়াবা উদ্ধার করে। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক এসআই খাইরুল আলম বাদি হয়ে মাদক ব্যবসায়ী সাগর হাওলাদার ও নাছির সেপাইকে আসামী করে বুধবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে গতকাল বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।