গৌরনদীতে ২৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

গৌরনদীতে ২৫০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

বরিশালের গৌরনদী উপজেলা সদরে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো গৌরনদীর বার্থী এলাকার মো. ফেরদাউস সরদার (৩৩) এবং বাগমারা এলাকায় মো. বিপ্লব সরদার (৩৩)।

গত সোমবার রাতে গৌরনদী উপজেলা সদরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলা সদরে অভিযান চালিয়ে ওই দুইজনকে ২৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৮৭৫ টাকাসহ আটক করে র‌্যাবের বিশেষ দল। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।