বরগুনার জঙ্গল থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরগুনার জঙ্গল থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বাজার সংলগ্ন একটি জঙ্গল থেকে সাফিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলিত মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। সাফিয়া নলী গ্রামের আমির হোসেনের স্ত্রী। 

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমির হোসেনের বাড়ির পাশে একটি জঙ্গলে অর্ধগলিত মৃতদেহটি দেখতে পেয়ে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্থানীয়রা সাফিয়ার মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার কর্তৃব্যরত পুলিশের একটি দল এসে মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নলী বাজার সংলগ্ন এলাকার নদীর পাড়ে একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে- ওই নারী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।