চট্টগ্রামে ইউসিবি ব্যাংকের শাখায় চুরি

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকের শাখায় চুরি

 

ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চট্টগ্রামের কদমতলী শাখায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর অচেতন অবস্থায় নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। কর্মকর্তাদের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ব্যাংকের ভেতরে প্রবেশ করার কথা রয়েছে। তখন বোঝা যাবে চুরির ধরণ। এর আগে চুরির পরিমাণ বা ধরণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ইউনাটেড কমার্শিয়াল ব্যাংকের কদমতলী শাখায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় জরুরি ম্যাসেজ যায় ব্যাংকের এক কর্মকর্তার কাছে। এ সময় প্রাথমিক সত্যতা পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে অচেতন অবস্থায় পায়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় তারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। এদিকে, চুরি হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ