বরিশাল মহানগর যুবদল সাধারন সম্পাদক মামুনের বহিস্কারাদেশ প্রত্যাহার

বরিশাল মহানগর যুবদল সাধারন সম্পাদক মামুনের বহিস্কারাদেশ প্রত্যাহার

বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

রোববার (১৯ জুন) কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল।

উল্লেখ্য,  দলীয় রাজনৈতিক কোন্দল  কেন্দ্র করে  মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, তরিকুল ইসলাম ঝনু, স্বদেশ শর্মা সহ বেশ কয়েকজন যুবদল নেতৃবৃন্দকে প্রায় ১২ থেকে ১৩ মাস পূর্বে কেন্দ্রীয় কমিটি বহিস্কার করে।