চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃত্বে আব্বাস-ফরিদ পুনর্নির্বাচিত

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে আলী আব্বাস আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ১৬৫ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। একই কমিটিতে ১৮০ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদ উদ্দিন চৌধুরী।
ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় নির্বাচন কমিশনার সাংবাদিক ওমর কায়সার ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
ফলাফলে দেখা যায়, এবার নির্বাচনে সভাপতি পদে এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাহ উদ্দিন রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে ১০৫ ভোট পেয়ে সিনিয়র সাংবাদিক স ম ইব্রাহিম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে যুগ্ম-সম্পাদক পদে নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া, গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক পদে আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু।