চবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই
শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আমরা হারিয়েছি স্বাধীনতাসংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঠিক আগমুহূর্ত পর্যন্ত—অধ্যাপক জি সি দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামউদ্দীন আহমেদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, সাহিত্যিক সেলিনা পারভীনসহ অনেককে। একই সঙ্গে সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যাঁরা দীর্ঘ ৪২ বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট।

সারাদেশের মত জাতির সূর্য সন্তানদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পালন করছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১।দিবসটি উপলক্ষে আয়োজন করে নানা কর্মসূচি।সকালে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।কালো ব্যাজ ধারণ করে সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরিন আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক ড.বেনু কুমার দে এবং প্রক্টর ড.রবিউল হাসান ভূঁইয়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিভিন্ন কর্মচারী শ্রেণি পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য ড. শিরিন আখতারের নেতৃত্বে একটি শোক র‍্যালি বের করা হয়।র‍্যালিটি শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।পরে বঙ্গবন্ধু স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য  উপলক্ষে পরে উপাচার্য সম্মেলন কক্ষে উপাচার্যের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড.সেকান্দর চৌধুরী।

ড.সেকান্দার চৌধুরী বলেন,বুদ্ধিজীবিরা হলো সভ্যতার শিক্ষক।সমাজ ও রাষ্ট্রের মনন চর্চার প্রতিভূ।জাতির এগিয়ে চলার পথপ্রদর্শক ও আলোর দিশারী।রাজনীতিকে যদি আমরা বলি সমাজের উপরিকাঠামো,তাহলে বুদ্ধিভিত্তি সমাজ জাতির অধিকাঠামো।

তিনি আরো বলেন,স্বাধীনতার ঊষালগ্নে আমরা জাতির সূর্যসন্তানদের হারিয়েছি।যারা জাতির ধারক বাহক,চিন্তা চেতনার অনুঘটক,জাতি ও মানুষের মেরুদণ্ড সেই বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি ও আলবদর আলশামসরা।

এছাড়া সভায় আরা উপস্থিত ছিলেন উপাচার্য ড.শিরিন আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড.বেনু কুমার দে,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম ও প্রক্টরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ