ছয় দফা দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন ইবতেদায়ি শিক্ষকরা

ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করার আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক জানান, “ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে এবং এ নিয়ে কাজ চলছে। দাবি বাস্তবায়নের সঙ্গে আরও কিছু বিষয় যোগ করা হবে।”
এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আলোচনা শেষে শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
গত রোববার থেকে ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সদস্যরা। দাবির মধ্যে প্রধান ছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণের ঘোষণা। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়।
শিক্ষকদের দাবি আদায়ে অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন। তবে মন্ত্রণালয়ের আশ্বাসে অবশেষে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।