জমজমাট আয়োজনে সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর পিকনিক

উৎসব মুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর ২০২৩ পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ মার্চ দিনব্যাপী রায়তা পিকনিক স্পটে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সদস্যরা এ আয়োজন উপভোগ করেন।
পিকনিক অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দুপুরে যোগ দেন এবং সাংবাদিকদের সাথে নানা আয়োজনে অংশগ্রহন করেন।
সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন সাংবাদিক ইউনিয়নের বরিশালের সদস্যদের পাশে থাকবেন।এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মান জানানো হয় সাংবাদিক ইউনিয়ন বরিশালের পক্ষ থেকে সদস্যরা। দিনব্যাপী জমজমাট এ আয়োজনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন তাকে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সদস্যরা সম্মাননা প্রদান করেন।
দুপুরে সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।বিকেলে ক্রিকেট খেলা ও বালিশ খেলা অনুষ্ঠিত হয়। বিকালে পিকনিকে যোগ দেন শহীন আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল। এ সময় তাকে ক্রেস্ট প্রদান করেন সাংবাদিক ইউনিয়ন বরিশাল নেতৃবৃন্দ।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরষ্কার দেয়া হয়। সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়নের বরিশালের পিকনিকে অংশগ্রহনকারী সদস্যদের সবার জন্য উপহার প্রদান করেন সাংবাদিক ইউনিয়নে বরিশালের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ।