জলবায়ু প্রতিবেদন বদলাতে চলছে লবিং, নথি ফাঁস

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির হাতে আসা বিপুল পরিমাণ নথিতে দেখা গেছে কিভাবে দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বদলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, অন্যান্য দেশের পাশাপাশি সৌদি আরব, জাপান এবং অস্ট্রেলিয়া জাতিসংঘকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রয়োজনীয়তাকে খর্ব করে দেখানোর অনুরোধ করছে।
এছাড়া আরও দেখা গেছে কয়েকটি ধনী দেশ নবায়নযোগ্য প্রযুক্তিতে যেতে দরিদ্র দেশগুলোকে আরও বেশি অর্থ দেওয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব লবিং নভেম্বরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এর সফলতাকে প্রশ্নবিদ্ধ করছে।
ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে দেশগুলো জাতিসংঘের সুপারিশ বদলানোর চেষ্টা করছে যখন মাত্র কয়েক দিনের মধ্যে তাদের জলবায়ু পরিবর্তনের গতি কমাতে এবং উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রির নিচে রাখতে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিতে হবে।
প্রায় ৩২ হাজার নথি বিবিসির হাতে এসেছে। সরকার, কোম্পানি এবং অন্যান্য আগ্রহী অংশীদাররা এসব নথি জাতিসংঘের একটি বৈজ্ঞানিক প্যানেলের কাছে উপস্থাপন করেছে। ওই প্যানেলটি জলবায়ু পরিবর্তন মোকাবিলার সবচেয়ে ভালো বৈজ্ঞানিক প্রমাণ জড়ো করে থাকে।
জাতিসংঘ গঠিত ইন্টারগভারমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) প্রতি ছয় থেকে সাত বছরে পর্যালোচনা প্রতিবেদন হাজির করে। জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান মূল্যায়নে প্যানেলটি গঠন করা হয়েছে।
ওই প্রতিবেদন ব্যবহার করেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারগুলো। এছাড়া গ্লাসগো সম্মেলনের দরকষাকষির ভিত্তিও হবে এটি।