জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোষাধ্যক্ষ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়টির উপ-উপচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুরোধক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩’ এর ১৩ (১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং বর্তমান ট্রেজারার শেখ মো. মনজুরুল হককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি পদ সংশ্লিষ্ট সকল সুবিধা ভোগ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এর ট্রেজারার পদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তিনি উপ-উপাচার্য পদে যোগদান করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন ও ট্রেজারার শেখ মো. মনজুরুল হকের দায়িত্বের মেয়াদ শেষ হবে।