ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ বিএনপির

ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ বিএনপির

 

সারাদেশে ধরপাকড়, পুলিশের গণগ্রেফতার, বিএনপি নেতাকর্মী দের জামিন বাতিল করে কারাগারে প্রেরন, পুলিশী নির্যাতন, আওয়ামী লীগ কর্মীদের হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠি জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এজাজ হাসান,ঝালকাঠি পৌর বিএনপির সাভাপতি এ্যাড. নাসিমুল হাসান,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য এবং পৌর   বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনিসির রহমান তাপু, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ খোকন মল্লিক,  জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সসধারন সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু,  জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা, জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান,  সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন জুয়েল। জেলা উপজেলা পৌর শাখা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্যরা  সারাদেশে পুলিশী ধরপাকর, নির্যাতন এবং গুলিবর্ষনে ৫ জন নেতাকর্মী হত্যা এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। নেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির চান এবং চলমান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সময়োচিত জবাব দেয়ার হুশিয়ারি দেন। প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয় এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।  পুলিশের মারমুখী আচরনে বিক্ষোভ মিছিল পন্ড হয়।