বরিশালে গণমাধ্যম অফিসের সহায়কদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বরিশালে বিভিন্ন গণমাধ্যম অফিসে কর্মরত অফিস সহায়কদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার।
সোমবার বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্ত্বরে প্রেসক্লাবের সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।
আবিস্কার চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেলের সভাপতিত্বে ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, কার্যকরী পরিষদ সদস্য নুরুল আলম ফরিদ, সিনিয়র সদস্য এম. আমজাদ হোসাইন, সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
পরে বরিশালের আঞ্চলিক ও জাতীয় দৈনিক এবং টেলিভিশন অফিসে কর্মরত ৪০জন অফিস সহায়কের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নেতৃবন্দ।