ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৫০ বছর পূর্তিতে বরিশালে শ্রমিক সমাবেশ

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৫০ বছর পূর্তিতে বরিশালে শ্রমিক সমাবেশ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বরিশাল নগরীতে বর্নাঢ্য র‌্যালী এবং শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ উপলক্ষ্যে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শ্রমিক নেতা এমএ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রিয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ, মহানগর রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার রহমান সপ্রু, মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, জেলা নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাসেম, বস্তিবাসী ইউনিয়নের আহবায়ক নূর হোসেন হাওলাদার, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোছনা বেগম প্রমুখ। বরিশালের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে অংশ নেয়। 

বক্তারা শ্রমিকের ভাগ্যোন্নয়নে ১৫ দফা বাস্তবায়নের জোর দাবী জানান।

সমাবেশ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে