বরিশাল সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ

বরিশাল সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে রঙ্গিন বরিশাল। প্রতিবছরের মত এবারও বরিশালে পৃথক আয়োজনে বরন করা হচ্ছে বসন্ত। নাচে, গানে, কবিতায় আর আবৃত্তিতে বসন্ত বরন করে বরিশাল সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা। রঙ্গিন শাড়ি আর মাথায় ফুল দিয়ে উৎসবে শামিল হন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

শুক্রবার ( ১৪ ফ্রেব্রুয়ারী ) সকাল ১০টায় সরকারী মহিলা কলেজের বকুল আলোকায়ন মঞ্চে বসন্ত উৎসবের উদ্বোধন করেন
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান। ফুলে ফুলে এবং বাসন্তি রংয়ের শাড়ি পরে সেঁজেছে এই কলেজের শিক্ষার্থীরা।

কবিতা আবৃত্তি, নাচ, গান আর মডেলিং সহ বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে তারা। কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপভোগ করেন ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান।

উৎসব চলে দুপুর পর্যন্ত। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান এই উৎসবে সভাপতিত্ব করেন।

বাঙ্গালী সংস্কৃতিক এই উৎসবে অংশ নিতে পেরে খুশী শিক্ষার্থীরা। তারা বাসন্তি রংয়ে সারা বছর রঙ্গিন করতে চান। এর মাধ্যমে তারা নিজেদের মন-মনন পবিত্র করে সামনে এগিয়ে যেতে চান।