ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকার বেশি নয়,সরকারি হাসপাতালে বিনামূল্যে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকার বেশি নয়,সরকারি হাসপাতালে বিনামূল্যে
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকার বেশি নেয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষা বিনামূল্যে হচ্ছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ একথা জানান। সরকারি নির্দেশ মতে, ডেঙ্গু পরীক্ষার NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষার ফি করাতে হবে ৫০০ টাকার মধ্যে। আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট করতে সব হাসপাতাল একই ফি নেবে। এটি আজ থেকে কার্যকর হবে।