‘শাবিপ্রবির পাশে বরিশালবাসী’

‘শাবিপ্রবির পাশে বরিশালবাসী’ স্লোগান সামনে রেখে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বরিশাল) ক্যাম্পাসে ন্যায়সঙ্গত দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন নাগরিক সংহতি সমাবেশ করেছেন বরিশালের সচেতন নাগরিকবৃন্দ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশালের অশ্বিনী কুমার হলের সমনে সদর রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবী হিরণ কুমার দাস লিটু, জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুম্মান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক স্নেহাংসু বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, মহিলা পরিষদে সদস্য পুষ্প চক্রবর্তী প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেছেন, ‘অবিলম্বে ভিসিকে অপসারণের করতে হবে। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করছেন যারা তাদের ও চিহ্নিত করে শাস্তি দিতে হবে।’সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংহতি জানানোরও অনুরোধ এবং সেই সাথে অবিলম্বে ভিসির অপসারণের দাবি জানান বক্তারা।