ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরু

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরু

কঠোর বিধিনিষেধ শিথিলের এক সপ্তাহ পর শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল। বৃহস্পতিবারভোর ৬টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

এর আগে ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে আসে। এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ এই রুটে প্রথম দিনে যাত্রির সংখ্যা কম ছিলো।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ স্টেশনের এক স্টাফ জানান, প্রথমদিন হওয়ায় যাত্রী সংখ্যা কম। রোববার থেকে যাত্রীতে ভরপুর থাকবে।

নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাওয়া কাদের নামের একজন যাত্রী বলেন, দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে আমাদের অনেক অর্থের সাশ্রয় হবে।