ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে পৃথক হচ্ছে সরকারি ৭ কলেজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সরকারি ৭ কলেজ আলাদা হচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। বর্তমান শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে পৃথক হচ্ছে সরকারি ৭ কলেজ:

সরকারি ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে আলাদা হতে যাচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর অনুষ্ঠিত হবে না।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সরকারি ৭ কলেজের অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের ব্রিফ করেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। আমরা শিক্ষার্থীদের ধৈর্যধারণ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।"

পৃথকীকরণ: সরকারি ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সম্মানজনকভাবে পৃথক করার সিদ্ধান্ত।

 ভর্তি কার্যক্রম: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এসব কলেজের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর পরিচালিত হবে না।
 বিশেষজ্ঞ কমিটির সুপারিশ: শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ।
ভর্তি প্রক্রিয়া: আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণসহ অন্যান্য বিষয় মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চূড়ান্ত হবে।
 বর্তমান শিক্ষার্থীদের দায়িত্ব: যারা বর্তমানে ঢাবির অধীনে পড়ছেন, তাদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

শিক্ষা কার্যক্রম সচল রাখতে শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।