পিএসজির সঙ্গে নেইমারের নতুন চুক্তি

সব গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন নেইমার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্যারিসের ক্লাবে থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর সেটি হলে মোট ৮ বছর লিগ ওয়ানের দলটিতে থাকা হবে তার।
২০১৭ সালে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেন নেইমার। তবে এরপর নানা সময়ে তার ফের কাতালান ক্লাবে ফেরার গুঞ্জন সামনে এসেছে। নেইমারও বিভিন্ন সময় পুরোনো ক্লাবে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন।
এবারো তার ব্যতিক্রম ছিল না। নানা গুঞ্জনের মধ্যেই পিএসজি ও নেইমার নতুন চুক্তিতে গেলেন। ফরাসি মিডিয়ার খবর, নতুন চুক্তি অনুযায়ী পিএসজিতে বছরে তিন কোটি ইউরো বেতন পাবেন নেইমার।
চুক্তির মেয়াদ বাড়ানোর পর ক্লাবের ওয়েবসাইটে নিজের প্রতিক্রিয়া জানান ২৯ বছর বয়সী নেইমার। বলছিলেন, ‘২০২৫ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি খুশি। সত্যিটা হলো, ক্লাবের প্রকল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। দলটির হয়ে অনেক শিরোপা জিততে চাই, আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো চ্যাম্পিয়ন্স লিগ, সেটা জিততে চাই।’
পিএসজির সময়টা যে ভালো কাটছে তা না। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে দলটি। লিগ ওয়ানে শিরোপা জয়ের পথেও কঠিন চ্যালেঞ্জের মুখে ক্লাবটি। এমন সময়ে নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল তারা।
পিএসজির হয়ে ১১২ ম্যাচে ৮৫ গোল ও ৫১টি অ্যাসিস্ট নেইমারের। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে তিনটি লিগ শিরোপাসহ জিতেছেন মোট নয়টি ট্রফি।