তুমি কথা দাও

জীবনের ভুল ত্রুটি শুধরে প্রিয় মানুষটিকে কথা দিতে হবে যে আপনি তাঁর। আপনার সব টুকুও তাঁর। আপনার ভুলত্রুটি তাঁর। দুটি মানুষ মিলে একটি হতে হবে। তাই আজ এই বিশ্ব ‘প্রমিস ডে’ বিশেষ দিনে প্রিয় মানুষটিকে একটু ভিন্ন ভাবে বলতে পারেন-
তুমি কথা দাও,
সব কিছু ভুলে যাবো এ হৃদয় তোমার
তুমি কথা দাও,
তুমি আমি মিলে আজ একাকার।
আজ বিশ্ব ‘প্রমিস ডে’ বাংলায় যাকে বলে ‘কথা দেয়ার দিবস’। তবে বিশেষ দিন আমাদের বিশেষ ভাবে উৎযাপন করাই শ্রেয়। প্রিয়জনকে ভালোবাসি এই কথাটা বলতেও ভুলে যাই আমরা। তাই এই বিশেষ দিন আপনাকে স্মরন করে দেয় প্রিয় মানুষটিকে আগলে রাখতে হবে। তবে আজ সেই না বলা কথা, না বলা অভিমান ভেঙে র্নিদিধায় চিৎকার করে বলে ফেলুন- তুমি কথা দাও..
সকলে বলি বিশ্বাস মানুষকে ঠকায়। প্রতিশ্রুতি মানুষকে ব্যাথা দেয়। কিন্তু বিশ্বাস, প্রতিশ্রুতি এরা মানুষ কেন ঠকায়? কারণ এদের মানুষের সঙ্গে গভীরতা বেশি। মানুষ মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছে, মানুষ মানুষকে প্রতিশ্রুতি দেয়া শিখিয়েছে। মনে রাখতে হবে সুখের বিপরীতে দু:খ। এটা জীবন, তবুও আমাদের সতর্ক থাকে হবে। পথ চলতে হবে সাবধানে। তবে মুক্তি।
জীবনানন্দ দাশের লেখা ‘আমাকে একটি কথা দাও’ কবিতায় কবি এখানে তাঁর ভালোবাসার স্বত্বার প্রকাশ করতে চেয়েছেন। কবি তাঁর কল্পনায় ভালোবেসেছেন যে নারী’কে, তাঁর প্রতি কবির গভীর প্রেম ফুঁটে উঠেছে।
‘আমাকে একটি কথা দাও যা আকাশের মতো
সহজ মহৎ বিশাল,
গভীর; -সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভুকদের রক্তে
মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন,
আমি যাকে আবহমান কাল ভালোবেসে এসেছি সেই নারীর।’
ভালোবাসার স্বপ্নরা চেয়ে আছে আমাদের দিকে, কিন্তু আমরা বুঝিনা সে ভাষা। তাই আমাদের সে ভাষা বুঝতে হবে। নিজের করে নিতে হবে সে ভাষা। কথা দিতে হবে। প্রতিশ্রুতি দিতে হবে। বিশ্বাস রাখতে হবে। তবেই তো ভালোবাসা।