৮ হাজার কর্মীকে ছাঁটাই করছে হ্যানিকেন

৮ হাজার কর্মীকে ছাঁটাই করছে হ্যানিকেন

করোনা মহামারিতে ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে ৮ হাজার কর্মীকে ছাঁটাই করছে বিশ্ববিখ্যাত বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হ্যানিকেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানটি।

মহামারিতে ক্ষতি পুষিয়ে নিতে এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি লক্ষ্যে দুই বছরের পরিকল্পনা গ্রহণ করেছে হ্যানিকেন।

বিবৃতিতে বলা হয়, এ সময়ে বিশ্বব্যাপী প্রায় ১০ শতাংশ কর্মী কমিয়ে ফেলা হবে। সেইসঙ্গে ২.৪ বিলিয়ন ডলার সঞ্চয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠান পুনর্গঠনের এ পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে ৫০৯ মিলিয়ন ডলার। এর জন্য হেড অফিস থেকে ২০ শতাংশ কর্মী কমিয়ে ফেলতে হবে। তবে দেশের বাইরে  আঞ্চলিক অফিসেও এর প্রভাব পড়বে।

নেদারল্যান্ডস ছাড়াও যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ভারত, সার্বিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশে হানিক্যানের বিয়ার উৎপাদন করা হয়।

২০২০ সালে করোনা মহামারির কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। আগের বছরের তুলনায় ২৪৭.৬ মিলিয়ন ডলার কম আয় হয় তার।

দেশে দেশে লকডাউন চলায় পাবস, বার, রেস্টুরেন্টসহ মার্কেট ও যে কোনো জমায়েতের ওপর কড়াকড়ি আরোপ হয়। বিয়ার বিক্রির ওপর বড় ধাক্কা ছিল এটি। এর ফলে হ্যানিকেনের রাজস্ব আয় ১৬.৭ শতাংশ কমে যায়। 

গত বছরের ডিসেম্বরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হলে ইউরোপে নতুন করে আরোপ হওয়া লকডাউনে আরও বেশি বেকায়দায় পড়ে যায় প্রতিষ্ঠানটি। ইউরোপ হচ্ছে হ্যানিকেনের সবচেয়ে বড় মার্কেট।