দুমকিতে এলজিইডি প্রকৌশলীদের হামলার প্রতিবাদ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর উপর ঠিকাদারের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন।
স্থানীয় সরকার প্রকৌশলর কার্যালয়ের সামনে (এলজিইডির) দুই কর্মকর্তাকে এক প্রভাবশালী ঠিকাদার মারধরের ঘটনায় ৭ মার্চ সোমবার বিকাল ৪টায় পটুয়াখালী জেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) দপ্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মারধরের শিকার মো. নাজিম উদ্দীন দুমকি স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে (এলজিইডি) প্রকৌশলী পদে ও সালাম একই দপ্তরের উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত। মানববন্ধনে পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিন বলেন, অভিযুক্ত ঠিকাদার গোলাম সরোয়ার বাদল ওরফে মেয়র বাদল পটুয়াখালী মেসার্স পল্লি ট্রেডার্সের মালিক বিভাগীয় তদন্ত শেষে ঠিকাদারের লাইসেন্স ও জামানত বাজেয়াপ্ত করতে হবে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আক্রান্ত প্রকৌশলীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রচলিত ফৌজদারী আইনের আওতায় আনতে হবে।মাঠপর্যায়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।