ধর্ষণ মামলায় গ্রেপ্তার বিসিসি’র কাউন্সিলর কালাম মোল্লাকে কারাগারে প্রেরন

ধর্ষণ মামলায় গ্রেপ্তার বিসিসি’র কাউন্সিলর কালাম মোল্লাকে কারাগারে প্রেরন

ধর্ষণ মামলায় গ্রেপ্তার বরিশাল সিটি করপোরশেনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার বিকেল পৌঁনে ৩টায় তাকে ওই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কালাম মোল্লাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন বিচারক পলি আফরোজ। এর পরপরই বিশেষ ব্যবস্থায় তাকে কেন্দ্রিয় কারাগারে প্রেরন করে পুলিশ। 

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে ধর্ষন মামলার আসামী ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। 

ওইদিন সকালে নগরীর বিমান বন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক মুক্তিযোদ্ধার কন্যা। মামলায় তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষনের অভিযোগ করেছেন। সব শেষ গত বৃহস্পতিবার রাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে কালাম মোল্লার বসত বাড়ির পাশে একটি টিনসেড ঘরে নিয়ে ওই তরুনীকে ধর্ষনের অভিযোগ করা হয় মামলায়।