দূরপাল্লায় কিলোমিটারে ১.৮০ টাকা বাসভাড়ার প্রস্তাব

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটার প্রতি এক টাকা ৮০ পয়সা, রাজধানী ও চট্টগ্রাম মহানগরের ভিতরে দুই টাকা ১৫ পয়সা নির্ধারণ করে প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রবিবার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ভাড়া সিএনজি চালিত বাসের জন্য প্রযোজ্য হবে না।
সকাল সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়। সরকারি কমিটির সদস্য, পরিবহন নেতা, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
আন্তজেলা বাস ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচলকারী বাসের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে যথাক্রমে ১০ ও ৮ টাকা।