দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

আবহাওয়া অধিদফতর চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশেরও সর্বোচ্চ। গত আট বছরের মধ্যে এ জেলায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ এ তাপমাত্রা রেকর্ড করা হয়। গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে তীব্র গরমের কারণে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সূর্যের প্রখর তাপে অসহায় মানুষ।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা একই থাকবে।
গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৩০ শতাংশ।
গরমের কারণে শরীর ঘামছে। মানুষ ছাতা ব্যবহার করছে বাইরে আসার জন্য। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রমজান মাসে রোজাদাররা বেশি কষ্ট পাচ্ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক হবে না। সোমবার দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে দাবদাহ।