দেশে করোনায় একদিনে মৃত্যু ৫৪, শনাক্ত ২৫১৯

দেশে করোনায় একদিনে মৃত্যু ৫৪, শনাক্ত ২৫১৯


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৭০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫১৯ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৪২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

গত একদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩৯ জন পুরুষ; ১৫ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ২০৮ জন পুরুষ এবং ৮৭৪ জন নারী মারা গেছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে নয়জন, রাজশাহীতে চারজন, খুলনায় নয়জন, বরিশালে দু্জন, সিলেটে দুজন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে দুজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪৯ এবং বাড়িতে ৫ জন মারা গেছেন।