দেশ রূপান্তরের সাফল্যের ২ বছর

বরিশালে নাগরিক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে দেশ রূপান্তরের সাফল্যের ২ বছর উদযাপন করা হয়েছে। ফুলের শুভেচ্ছা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয় ওই আয়োজন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবার সঙ্গে একাত্ম হয়ে দুটি কেক কাটা হয়।
রোববার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
শুরুতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় তিনি সকলের জন্য একটি শুভেচ্ছা কেক তুলে দেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা দেশ রূপান্তরের এগিয়ে চলায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের এগিয়ে চলায় শুেেভচ্ছা জানিয়ে বক্তব্য দেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল জেলা আইনজীবী সমিতির জিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু, ইন্ডিপে-েন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহম্মেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকাল পত্রিকার ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, চ্যানেল আই প্রতিনিধি শাহিনা আজমীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট সুব্রত বিশ্বাস, জ্যেষ্ঠ সাংবাদিক গোপাল সরকার, আঞ্চলিক দৈনিক মতবাদের প্রকাশ আবদুর রাজ্জাক ভূইয়া, দৈনিক আজকের বার্তার জিয়াউদ্দিন বাবু, আঞ্চলিক দৈনিক প্রথম সকালের প্রকাশক-সম্পাদক কাজী আল মামুন, সাংবাদিক মিজানুর রহমান, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি গিয়াস উদ্দিন সুমন, চ্যানেল-২৪ ফোর বরিশাল প্রতিনিধি প্রাচুর্য রানা, ডিবিসি নিউজের প্রতিনিধি অপূর্ব অপু,বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার, আজকের বার্তার বর্তা সম্পাদক খান রুবেল, জাকির হোসেন, বণিক বার্তার প্রতিনিধি এম মিরাজ হোসাইন, দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক এম মিরাজ, বার্তা সম্পাদক তন্ময় নাথ, সুকান্ত অপি।