বর্তমান সরকারের অধীনে আর কোন অবৈধ নির্বাচন হতে দেয়া হবে না-সেলিমা রহমান

বর্তমান সরকারের অধীনে আর কোন অবৈধ নির্বাচন হতে দেয়া হবে না-সেলিমা রহমান

 

“বর্তমান সরকারের অধীনে আর কোন অবৈধ নির্বাচন হতে দেয়া হবে না। ভোটারবিহীন বর্তমান নিশিরাতের সরকারের অগণতান্ত্রিক, গণবিরোধী কার্যকলাপ, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভূলনীতি, দলীয়করণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণে একদলীয় কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম হয়েছে। অর্থনীতি, জনজীবনসহ গোটাদেশ আজ লন্ডভন্ড। বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয়  দ্রব্য মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি করে জনজীবনে নাভিশ^াস তুলেছে”। বাবুগঞ্জে বিএনপির পদযাত্রায় এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০দফা দাবীতে বাবুগঞ্জে পদযাত্রা করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা। শনিবার ১১ফেব্রুয়ারী বিকেল ৩টায় উপজেলার রহমতপুর বাজার থেকে শুরু হয়ে বাবুগঞ্জ স্টিল ব্রিজ এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে পুলিশী পাহারায় উপজেলা বিএনপির সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ করিম হাওলাদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ জয়নুল আবেদীন, বরিশাল জেলা দক্ষিন বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন, সদস্য সচিব আবুল কালাম শাহিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইসরত হোসেন কচি তালুকদার, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ খান, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুবর রহমান পিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিঠু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ফকির, আরিফুর রহমান শিমুল সিকদার, বিএনপি সদস্য কাজী মিরন, আব্দুল মালেক সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান খান, সদস্য সচিব এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ আজাদ বিশ^াস, সদস্য সচিব কামরুল আহসান সোহাগ, ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত, বিএনপি নেতা মনিরুজ্জামান মিল্টন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টুলু, ছাত্রদল নেতা রাজন সিকদার, মনিরুজ্জামান সৌরভ, রোহান সিকদার, সানি, তামিমসহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।