ধান কাটলো ভাণ্ডারিয়া ছাত্রলীগ

পিরোজপুরের ভাণ্ডারিয়া এক কৃষকের ধান কেটে বাড়ীতে তুলে দিয়িছে ছাত্রলীগের নেতার্কমীরা।
বুধবার সকালে (৩ মে) উপজলোর ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষে ভাণ্ডারিয়া উপজলো ছাত্রলীগ নেতার্কমীরা ভিটাবাড়ীয়া ইউনয়িনরে কৃষক হেমায়েত সিকদারের ১৫ শতাংশ জমির পাকা ধান মাড়াই শেষে বাড়ীতে পৌছে দেন।