নগরীতে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল মঙ্গলবার দিনভর বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রিয় সহসভাপতি মোরতাজুল করিম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, সাধারন সম্পাদক এএইচএম তসলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজউদ্দিন আহমেদ বাবুল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন এবং মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। বক্তারা বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক কারনে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা। এ লক্ষ্যে তৃনমূল নেতাকর্মীদের আরও সু-সংগঠিত হওয়ার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কেন্দ্রিয় নেতৃবৃন্দ।