নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন, মোট ৮৫

নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন, মোট ৮৫

করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ১০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে নতুন করে ৪৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৮-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৫ জন।

নাসিমা সুলতান বলেন, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে আটজন পুরুষ আর দুজন নারী। তাদের পাঁচজন ঢাকার, চারজন নারায়ণগঞ্জের আর একজন নরসিংদীর।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।