ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এত দিন অভিনয় দিয়ে ভক্তদের মন করে জয় করে এসেছেন। এবার এই অভিনেতা হাজির হলেন গায়ক হিসেবে। একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।
শুধু তাই নয়, প্রথমবারের মতো নিজের লেখা গানে সুরও করেছেন তিনি। ‘মুঠোফোন’ শিরোনামে নাটকে গান গেয়েছেন তিনি। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। নাটকটির গল্পও নিশোর। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে।
নিশো বলেন, প্রথমবারের মতো আমার গল্প ভাবনার নাটকে গান লিখেছি, সুর করেছি এবং গেয়েছি। হঠাৎ করেই এই কাজটি করা হয়েছে। দর্শক গানটি পছন্দ করবেন বলে মনে করি।’